মৈশাদী ইউনিয়নের ইতিহাস

চাঁদপুর সদর উপজেলার এটি বহুল আলোচিত ও প্রাচীনতম ইউনিয়ন । যানা যায় মৈশাদী ইউনিয়নটি প্রাচিনকাল থেকেই এর নাম করন করা হয় ।  

এই অঞ্চলের মানুষ শান্তি কামী । অত্র ইউনিয়নে শিক্ষার  হার প্রায় ৬০%, এই ইউনিয়টি ৯টি ওয়ার্ডে ( ১) মৈশাদী ২) মৈশাদী ৩) মৈশাদী ৪) মৈশাদী ৫) মৈশাদী ৬) হামানকর্দ্দি৭) হামানকর্দ্দি ৮) হামানকর্দ্দি ৯) হামানকর্দ্দি ।  মোট ০২নটি ছোট বড় গ্রাম, ১টি ডাকঘর নিয়ে এই ইউনিয়ন গঠিত।

গ্রামগুলোর অধিকাংশ মানুষ পেশায় কৃষি কাজ করে। এছাড়া ও কিছু মানুষ শিক্ষকতা, ব্যবসা, সরকারী চাকুরি, দিনমুজুর ইত্যাদি পেশায় নিয়োজিত আছেন। কৃষকরা বেশিরভাগ ঋতু কালীন ফসল ফলিয়ে জিবিকা নির্বাহ করেন। যেমন, ধান, পাট, ইত্যাদি। আর সবজি চাষের মধ্যে প্রধান হলো শসা। অত্র ইউনিয়নে উৎপাদিত শসা দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করেন। আগে অত্র ইউনিয়নে শিক্ষিতের হার কম থাকলে ও বর্তমানে শিক্ষার হার দিন দিন বাড়ছে।

ভাষা গত দিক থেকে অত্র অঞ্চলের মানুষ ভাষার শুদ্ধাতাই অনেকটাই  ব্যবহার করে থাকেন। ত